Top
সর্বশেষ

মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলা, নিহত বেড়ে ৬০

২৩ মার্চ, ২০২৪ ৯:১৮ পূর্বাহ্ণ
মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলা, নিহত বেড়ে ৬০

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে মুখোশ পরা বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জন হয়েছে। রুশ তদন্ত কমিটির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।

রুশ সংবাদমাধ্যম জানায়, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। এমনকি ধসে পড়েছে হলের ছাদ।

এর আগে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছিল, এ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।

এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

উল্লেখ্য, এমন সময় এ হামলার ঘটনা ঘটলো যে সময় দেশটির রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নতুন করে ছয় বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন।

সূত্র: বিবিসি

বিএইচ

শেয়ার