Top
সর্বশেষ

বিশাল বাঁশ হাতে ভাইরাল ছাত্রদলকর্মী

২৮ ফেব্রুয়ারি, ২০২১ ৩:৪৩ অপরাহ্ণ
বিশাল বাঁশ হাতে ভাইরাল ছাত্রদলকর্মী

জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সাথে ছাত্রদল কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার(২৮ ফেব্রুয়ারি) প্রেস ক্লাবের সামনে এই ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ছাত্রদলের প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন পুলিশ ও সাংবাদিকরাও।

এই সংঘর্ষের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ফেসবুকে শেয়ার দিয়ে ব্যবহারকারীরা নানা মন্তব্য করছেন।

ওই ছবিটিতে দেখা যায়, ছাত্রদলের এক কর্মী বিশাল এক বাঁশ নিয়ে পুলিশের ওপর চড়াও হয়েছেন। তার সামনের বিপুল সংখ্যক পুলিশ সদস্য। কিন্তু তিনি একা। একাই তিনি বিশাল বাঁশটি নিয়ে পুলিশকে ধাওয়া করছেন। ছবিতে তার পাশে অন্য কাউকে দেখা যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ফেসবুকে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‌‘যৌবনের ধর্ম অন্যায়ের সঙ্গে আপস না করা, যৌবনের ধর্ম অন্যায়কে রুখে দাঁড়ানো। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে পেটোয়া বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

রোববার বেলা ১১টার দিয়ে পুলিশের সঙ্গে ছাত্রদলে ওই সংঘর্ষ হয়। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার উদ্যোগের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় ছাত্রদলের এই সমাবেশের আয়োজন করা হয়েছিল।

শেয়ার