Top

ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপ, আটক ৪

২৪ মার্চ, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ
ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপ, আটক ৪
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   :
ব্রাহ্মণবাড়িয়ায় ১০তলা ভবনের ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক খদ্দেরসহ চার যৌনকর্মীকে আটক করেছে পুলিশ।
গত শনিবার দুপুরে জেলা শহরের ট্যাংকের পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ট্যাংকের পাড় এলাকায় সেলিম মিয়ার মালিকানাধীন ১০তলা ভবনে অভিযান চালানো হয়। এসময় ওই ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় এক খদ্দেরসহ চার যৌনকর্মীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
শেয়ার