Top
সর্বশেষ

জবির পর এবার পাবিপ্রবির এক ছাত্রীর আত্মহত্যা

২৫ মার্চ, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ
জবির পর এবার পাবিপ্রবির এক ছাত্রীর আত্মহত্যা
পাবনা প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যার উত্তপ্তের ঘটনার মধ্যেই এবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে পাবনা শহরের মুনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শারভিন সুলতানা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১০ ব্যাচের শিক্ষার্থী! মেহেরপুরের সালদা থানা এলাকার আজিজুল ইসলামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে পুলিশ সহ ঘটনাস্থলে গিয়েছি। রশি (উর্না) কেটে মরদেহ নামানো হয়। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। কেন আত্মহত্যা করল এই বিষয়টি তদন্ত করে বলা যাবে। আমরা তার পরিবারকে খবর দিয়েছি, তার পরিবার আসলে আমরা আইননুসারে ব্যবস্থা গ্রহণ করব।

এসকে

শেয়ার