মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রংপুর মহানগর ছাত্রলীগ।
মঙ্গলবার (২৬ মার্চ ) সকালে বঙ্গবন্ধু চত্বরে রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শাহাজাহানুর ইসলাম সৌরভ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রিপন বাবুর নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শাহাজাহানুর ইসলাম সৌরভ ও রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রিপন বাবু, সহ-সভাপতি নাহিদ আক্তার শিরিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাগিব হাসান, সাংগঠনিক সম্পাদক সাদিয়া হক, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদসহ রংপুর মহানগর বিভিন্ন ওয়ার্ড ক্যাম্পাস ও ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শাহাজাহানুর ইসলাম সৌরভ বলেন, স্বাধীনতার স্বপক্ষের আপামর জনগণের প্রতি শ্রদ্ধা জানাই। এ দিবসটির পথ ধরেই বাঙালি সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকনির্দেশনা অনুসরণ করে বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধকে সফল পরিসমাপ্তির দিকে নিয়ে যায়।’
এ সময় রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন বাবু বলেন, মহান স্বাধীনতা দিবসের ৫৪ বছর আজ। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন, সব আশু ষড়যন্ত্র প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ কার্যকর ভূমিকা রাখবে।’
রিপন বাবু আরোও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নের দেশ গড়ার কাজে আত্ননিয়োগ করেছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সমৃদ্ধির দিকে। জাতির পিতার আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে রংপুর মহানগর ছাত্রলীগ এ পথচলায় পাশে থাকবে।’