Top
সর্বশেষ

ব্লক মার্কেটে লেনদেন ১২ কোটি টাকার

২৮ ফেব্রুয়ারি, ২০২১ ৪:১৭ অপরাহ্ণ
ব্লক মার্কেটে লেনদেন ১২ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৭টি কোম্পানির ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১৬ লাখ ৯৫ হাজার ৯৪০টি শেয়ার ২৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১২ কোটি ৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের।

এছাড়া আজিজ পাইপিসের ৫ লাখ টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৫ লাখ ১১ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৭৫ লাখ ৫০ হাজার টাকার, বেক্সিমকোর ১০ লাখ ৩২ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৬ লাখ ৯০ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৬৯ লাখ ৯৩ হাজার টাকার, এনার্জিপ্যাক পাওয়ারের ২৩ লাখ ২৬ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৬৬ লাখ ৩৬ হাজার টাকার, জেনেক্সের ৫১ লাখ ৮৪ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ৭ লাখ ৫৪ হাজার টাকার, রহিমা ফুডের ৮ লাখ ৭৫ হাজার টাকার, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৮২ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৮২ হাজার টাকার এবং সামিট পাওয়ারের ৯ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার