Top

চোর-ডাকাতদেরকেই নিজেদের কর্মী মনে করে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

২৯ মার্চ, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ
চোর-ডাকাতদেরকেই নিজেদের কর্মী মনে করে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির ৮০ শতাংশ নেতাকর্মী নির্যাতনের শিকার বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে প্রতিদিন ৩-৪ হাজার চোর, ডাকাত ও ছিনতাইকারী গ্রেফতার করা হয়। গ্রেফতারের এই পরিসংখ্যান তুলে ধরে মির্জা ফখরুল দাবি করেছে ৮০ শতাংশ নেতাকর্মী নির্যাতনের স্বীকার৷ এই ছিনতাইকারী, চোর ও ডাকতদেরকেই বিএনপি নিজেদের কর্মী মনে করে।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে প্রেসক্লাবে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এই দাবি প্রত্যাখ্যান করেন।

হাছান মাহমুদ আরও বলেন, জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি। জিয়াউর রহমান পাকিস্তানের চর হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। একজন খল চরিত্রকে মহানায়ক বানাচ্ছে বিএনপি৷ বর্তমান প্রজন্মের কাছে খোলাসা হয়ে গেছে জিয়াউর রহমানের চরিত্র। আর এতেই বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে।

এম জি

শেয়ার