Top
সর্বশেষ
থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের শাল-গজারির বনে আগুন দেশকে ডেথভ্যালিতে পরিণত করেছে সরকার: রিজভী মধুখালীতে দুই ভাইকে হত্যা, চেয়ারম্যান ও মেম্বারকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা বিএনপিকে গণতান্ত্রিক দল মনে করি না: কাদের শেরে বাংলা এ কে ফজলুল হকের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু আজ জনগণের জন্য কাজ করতে আ. লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ব্যর্থতা ঢাকতেই কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশ্ন টিআইবির ভারতের শেয়ারবাজারে পতন

শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড

২৯ মার্চ, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ
শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বালু উত্তোলনের দায়ে তরিকুল ইসলাম (৩৪) নামের এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (২৯ মার্চ) ভোরে উপজেলার উজিরপুর ইউনিয়নের সাত্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন এ আদেশ দেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

তরিকুল ইসলাম উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামের তাবারক আলীর ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার বোগলাউড়ি ঘাটসহ বেশকিছু পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে সকালে ইউএনও স্যারের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. তাবারক আলী নামে একজনকে বালু উত্তোলনের দায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসকে

শেয়ার