Top
সর্বশেষ

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

৩০ মার্চ, ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ
টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

আজ শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট সিরিজ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছে।

প্রথম টেস্টে ৩২৮ রানের বিশাল ব্যবধানে জয় পাওয়া শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। ইনজুরিতে পড়া কাসুন রাজিথার পরিবর্তে একাদশে এসেছেন আসিথা ফার্নান্দো। অন্যদিকে বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। পেসার শরীফুল ইসলাম ও নাহিদ রানা নেই একাদশে। তাদের পরিবর্তে হাসান মাহমুদ ও সাকিব আল হাসান এসেছেন একাদশে।

এ ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে টেস্টে অভিষেক হলো হাসানের। তার আগে সিলেট টেস্টে অভিষেক হয়েছিল পেসার নাহিদ রানার।

প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ করা বাংলাদেশ দ্বিতীয় টেস্ট জিতে ঘুরে দাঁড়াতে চায়। অন্যদিকে শ্রীলঙ্কাও জিততে চায় এই টেস্টে।

শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ম্যাচের আগেরদিন বলেছিলেন, বাংলাদেশ আক্রমণাত্মক হলে আমরাও আক্রমণাত্মক হব। আর ওরা শান্ত থাকলে আমরাও শান্ত থাকব।

বাংলাদেশের একাদশ:
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

শ্রীলঙ্কার একাদশ:
দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবথ জয়সুরিয়া, অসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।

বিএইচ

শেয়ার