গাজীপুরে ৯ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গাজীপুর জেলার টঙ্গী, শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৯ মার্চ) রাত পৌনে ১০টার দিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা সাতাইশ এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় হালিমা আক্তার (৩০) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় পোশাকশ্রমিক ও স্থানীয়রা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
হালিমা আক্তার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার কাচারী পোড়াডাঙ্গা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই নারী পোশাকশ্রমিক সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশের অংশে যাচ্ছিলেন। এ সময় বিআরটির মাঝের লেনে পৌঁছালে গাজীপুরগামী অজ্ঞাত একটি গাড়ি হালিমা আক্তারকে ধাক্কা দেয়। এ সময় অন্য একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) হাফিজুর ইসলাম বলেন, নিহত ওই নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া ঘাতক গাড়িটিকে শনাক্ত করার কাজ চলছে। আন্দোলনরত শ্রমিক ও স্থানীয়দের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে রাত সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অপরদিকে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পাড় হওয়ার সময় ফাতেমা বেগম (৩৫) নামে এক নারী পিকআপের চাপায় নিহত হয়েছেন। তিনি শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের নুর ইসলামের স্ত্রী।
মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুব মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, শনিবার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর এলাকায় জিএমএস গার্মেন্টেস কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পাড় হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। যুবকের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর (২১) নামে এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জাহাঙ্গীর (২১) নেত্রকোণা জেলার পূর্বধলা থানার লেপিরকান্দা গ্রামের আকবর আলীর ছেলে। তিনি কাকলী ফার্ণিচার কারখানায় কর্মরত ছিল।
শুক্রবার রাত ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন।
এসকে