Top
সর্বশেষ

বুমরার রেকর্ড ভাঙলেন আফ্রিদি

২৮ ফেব্রুয়ারি, ২০২১ ৭:১৪ অপরাহ্ণ
বুমরার রেকর্ড ভাঙলেন আফ্রিদি
স্পোর্টস ডেস্ক :

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি। এবার ভারতীয় পেসার জাসপ্রিত বুমরার একটি টি-টোয়েন্টি রেকর্ড ভাঙলেন এ তরুণ পেসার।

শনিবার রাতে লাহোরের হয়ে মাঠে নেমে মুলতানের মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলে নেওয়ার পরই অনন্য এক মাইলফলক স্পর্শ করেন শাহীন শাহ।

সেটি হচ্ছে – ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট শিকার করলেন আফ্রিদি। এতে সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টিতে এ মাইলফলক ছোঁয়ার গৌরব অর্জন করলেন শাহীন শাহ আফ্রিদি।

ইএসপিএন ক্রিকইনফোর দেওয়া তথ্য মতে, টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার মাইলফলকে পৌঁছানোর সময় বুমরার বয়স ছিল ২৩ বছর ৫৭ দিন। আর ২০ বছর ৩২৬ দিন বয়সে এ রেকর্ডবুকে নাম লেখালেন শাহীন শাহ আফ্রিদি।

বুমরার রেকর্ড ছিনিয়ে নিলেও দুই আফগান তারকাকে অতিক্রম করতে পারেননি শাহীন।

সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড এখন স্পিনার মুজিব উর রহমানের দখলে। তিনি ১৮ বছর ২৭১ দিন বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট দখল করেন। তার পরেই সতীর্থ আফগান তারকা রশিদ খানের অবস্থান। টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন ১৮ বছর ৩৬০ দিন বয়সে।

প্রসঙ্গত পাক পেসার শাহীন শাহ আফ্রিদি ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৫টি টেস্ট, ২২টি ওয়ানডে ও ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

শেয়ার