Top

পাবনায় পেঁয়াজের বাজারে ধস, পেঁয়াজ আমদানিতে ক্ষুব্ধ কৃষক

০২ এপ্রিল, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ
পাবনায় পেঁয়াজের বাজারে ধস, পেঁয়াজ আমদানিতে ক্ষুব্ধ কৃষক
স্টাফ রিপোর্টার, পাবনা :

পেঁয়াজের বাজার দর গতানুগতিকভাবেই কমতে শুরু করেছে। আর ঠিক সেই মুহূর্তে আমদানি করা হচ্ছে ভারত থেকে পেঁয়াজ। এতে ভোক্তারা খুশি হলেও ক্ষুব্ধ পেঁয়াজ চাষী ও ব্যাবসায়ীরা৷

ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশকে পর্যায়ক্রমে মোট ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করবে । এরই মধ্যে গতকাল ট্রেনযোগে বাংলাদেশে পৌঁছেছে মোট ১৬৫০ টন পেঁয়াজ। বাকী যে পেয়াজ আসার কথা রয়েছে তা পর্যায়ক্রমের সময় মত চলে আসবে বাংলাদেশে। এতে পেয়াজের চাহিদা মিটতে শুরু করেছে ভোক্তাদের। আর সেকারণেই আবারো কমতে শুরু করেছে পেয়াজের দাম। গতকাল পাবনার পুষ্পপাড়ায় পেঁয়াজ বিক্রি হয়েছে মন প্রতি ১৫০০ থেকে ১৬০০ টাকা দরে। তবে আজ সকাল থেকে পাবনার হাজির হাটে পেঁয়াজ বিক্রি হয়েছে মন প্রতি ১০০০-১১০০ টাকা দরে। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা কেজী৷

কৃষকদের দাবি পেঁয়াজ উৎপাদনের সমৃদ্ধ জেলা পাবনায় দেশের মোট পেঁয়াজ উৎপাদনের এক চতুর্থাংশ পেঁয়াজ পাবনা থেকেই উৎপাদন হয়। তবে পেঁয়াজের বাজারদর নিম্নমুখী হওয়ার পরেও ভারত থেকে পেঁয়াজ আমদানির কোনো প্রয়োজন ছিলোনা। পেয়াজের এমন নিম্নমুখী দামে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। এমন দাম চলতে থাকলে আগামী বছর পেয়াজের জেলা পাবনায় আর পেয়াজ আবাদ করবে না তারা৷

এসকে

 

শেয়ার