Top

রুমার পর এবার থানচির সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি

০৩ এপ্রিল, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ
রুমার পর এবার থানচির সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি

বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংক লুটের পর একই ব্যাংকের এবং কৃষি ব্যাংকের থানচি উপজেলা শাখায়ও ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে একদল সশস্ত্র লোক দুটি গাড়িতে করে এসে পাশাপাশি থাকা কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংক শাখায় হামলা চালায়।

বিষয়টি নিশ্চিত করে কৃষি ব্যাংকের থানচি উপজেলার শাখার ব্যবস্থাপক হ্লা সুই থোয়াই বলেন, তারা এসে চোখের পলকে আমাদের ব্যাংকে ঢুকে সবাইকে জিম্মি করে ফেলেন। তারপর সবাইকে একটি কক্ষে নিয়ে বাইরে থেকে আটকে দিল।

তিনি বলেন, তারা ব্যাংকে কী করেছে এখনও আমরা বুঝতে পারছি না। সব দেখে তারপর বলতে হবে।

এদিকে, একই সময় ওই দলটি পাশের সোনালী ব্যাংকেও ডাকাতির চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছেন, রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম।

তিনি বলেন, সোনালী ব্যাংকের থানচি শাখায় হামলার খবর পেয়েছি। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে। তারা কাজ করছে।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল করিম বলেন, আজ বুধবার কিছুক্ষণ আগে থানচিতে ব্যাংকে হামলা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। আমাদের ধারণা, গতকালের গ্রুপটিই এটা করেছে। গতকালের ঘটনার তদন্তে কোনো অগ্রতি এখনও হয়নি।

এর আগে, গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে শতাধিক সশস্ত্র ব্যক্তি রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকের শাখায় একযোগে হামলা চালায়। এ সময় ব্যাংকের কর্মকর্তা, নিরাপত্তা রক্ষীসহ অন্তত ২০ জনকে মারধর করা হয়। অপহরণ করা হয় এ শাখার ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে।

পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বা বম পার্টি ওই ঘটনায় জড়িত বলে সংশ্লিষ্টদের ধারণা।

বিএইচ

শেয়ার