Top

ঈদযাত্রায় উত্তরের পথে এবারও যানজটের শঙ্কা

০৪ এপ্রিল, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ
ঈদযাত্রায় উত্তরের পথে এবারও যানজটের শঙ্কা
টাঙ্গাইল প্রতিনিধি :

রমজান পেরিয়ে ঘুনিয়ে আসছে ঈদ। ঈদ যতোটা কাছে আসছে ঢাকা থেকে উত্তরের পথে ঘরমুখো মানুষদের দুশ্চিন্তা ততোটাই বাড়ছে। ঢাকা-থেকে টাঙ্গাইলে দেড় ঘণ্টার সড়কে সময় লেগে যায় ১০ থেকে ১২ ঘণ্টা। উত্তরবঙ্গের অনেক যাত্রীই ঈদের আগের দিন যানবাহনে উঠে ঈদের নামাজ পাননি এমন চিত্র থাকে প্রতিটি ঈদের আগে। এই সড়ক দিয়ে ২৩টি জেলার যানবাহন চলাচল করায় ঈদের পূর্বে ঘরমুখো যাত্রীদের চাপে যানবাহন বেড়ে যায় কয়েক গুন। দুই লেন থাকায় সড়কটি পরিনত হতো জনদুর্ভোগে। চার লেন হওয়ার পরও কিছু অংশের কাজ শেষ না হওয়ায় এখনও শঙ্কা কাটেনি। ফলে ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু- ঢাকা মহাসড়কে তীব্র যানজটের আশঙ্কা করছেন যানবাহনের চালক-যাত্রীসহ পরিবহণ সংশ্লিষ্টরা।

ঈদের ছুটিতে মহাসড়কে সেতুর পূর্বপ্রান্তে প্রায় আট কিলোমিটার সিঙ্গেল রোড ও যাত্রাপথে বিকল যান ভোগান্তি বাড়াবে। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বরাবরের মতো দায়সারা পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে কড়া নির্দেশনার পরও মহাসড়কে থ্রি-হুইলার ও বালুবাহী স্থানীয় ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করা যায়নি।

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে ৬৫ কিলোমিটার এলাকা টাঙ্গাইল জেলা মধ্যে পড়েছে। এরমধ্যে এলেঙ্গা পর্যন্ত চার লেন হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো চার লেনের সুবিধায় কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত সহজেই আসতে পারে। এলেঙ্গা থেকে সেতুর টোলপ্লাজা পর্যন্ত দূরত্ব সাড়ে ১৩ কিলোমিটার। এলেঙ্গা-রংপুর চার লেন প্রকল্পের নির্মাণকাজ শেষ না হলেও এলেঙ্গা থেকে সেতুর দিকে আড়াই কিলোমিটার চার লেন সড়ক নির্মাণ করা হয়েছে। এবং সেতুর পূর্বপ্রান্তের গোল চত্বর থেকে জোকারচর পর্যন্ত তিন কিলোমিটার সড়ক চার লেন করা হয়েছে। মাঝে প্রায় আট কিলোমিটার দুই লেনের সড়ক রয়ে গেছে। এবারের ঈদযাত্রায় ওই আট কিলোমিটারে তীব্র যানজটের আশঙ্কা করছেন সড়ক ও পরিবহণ সংশ্লিষ্টরা। তবে যানজট যাতে না হয় সেজন্য সওজ এবং পুলিশ বিভাগ সড়ক সংস্কারসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

পরিবহণ সংশ্লিষ্টরা জানায়, ঢাকা থেকে মহাসড়কের টাঙ্গাইল অংশে উঠার আগে সাধারণত সাভার, নবীনগর ও চন্দ্রায় যানজটের সৃষ্টি হয়। চার লেনের সুবিধায় চন্দ্রা থেকে গাড়িগুলো সহজেই এলেঙ্গা পর্যন্ত চলে আসতে পারে। এরপর মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকায় গাড়ি চলাচলে ধীরগতি হয়ে যায়। এরই মধ্যে
লক্কড়-ঝক্কড় ফিটনেস বিহীন গাড়িগুলো সড়কের উপর বিকল হয়ে পড়ে। অনেক সময় পুলিশের রেকার দিয়ে বিকল গাড়ি সরিয়ে নিতে বা বিকল গাড়ি মেরামতের মাধ্যমে সচল করতে প্রচুর সময় ব্যয় হয়। ঈদের সময় মহাসড়কে যান বিকল হওয়ার ঘটনা প্রায় নিত্যদিনের।অতিরিক্ত ট্রিপ দিতে গিয়ে বেপরোয়া গতিতে বা প্রতিযোগিতামূলকভাবে এলামেলো যানবাহন চালাও যানজটের অনুঘটক হিসেবে কাজ করে। এছাড়া টোলপ্লাজায় টোলগ্রহণে বিলম্ব এবং মাত্রাতিরিক্ত মোটরসাইকেলের কারণেও যানজট হয়ে থাকে।

পরিবহন মালিক-শ্রমিক সমিতি ও হাইওয়ে পুলিশ সূত্রে জানাগেছে, বঙ্গবন্ধু সেতু- ঢাকা মহাসড়ক উত্তরের গেটওয়ে হিসেবে পরিচিত। এ মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের ১৬ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটিসহ মোট ২১ জেলার ১১৬টি রুটের যানবাহন চলাচল করে থাকে। উত্তরের পথে ঈদের ছুটিতে রাজধানী থেকে অনেক
গাড়ি একসঙ্গে বের হয় বলে আশুলিয়া, বাইপাইল, সাভার ও চন্দ্রায় যানজট হয়। তবে চন্দ্রার পর টাঙ্গাইলের অংশ থেকে এলেঙ্গা পর্যন্ত ৬০-৬৫ কিলোমিটার গতিতে চালকরা গাড়ি চালিয়ে আসতে পারে। পরিবহন শ্রমিকরা জানায়, যেকোনো ব্যবস্থাই নেওয়া হোক না কেন ঈদে অতিরিক্ত গাড়ির চাপে এ মহাসড়কে যানজট হবে। প্রতিদিন অতিরিক্ত হাজারো গাড়ি টোল পরিশোধ করে সেতু পারাপার হবে- তাই যানজট এড়ানোর সুযোগ নেই।

এ মহাসড়কে চলাচলকারী ঢাকা-রংপুর রুটের বাস চালক ছানোয়ার হোসেন জানান, যানজট কমাতে গত বছরও ভূঞাপুর সড়ককে বাইপাস হিসেবে ব্যবহার করা হয়েছিল- কিন্তু লাভ হয়নি। এলেঙ্গা হয়ে ভূঞাপুর সড়ক সরু হওয়ায় যানজটে গাড়ি আটকে ছিল। যাত্রীদের ভোগান্তি বেড়েছিল। ঢাকা-রাজশাহী রুটের বাস চালক খোকন মিয়া জানান, ২- ৩ কিলোমিটার নয় বরং পুরো মহাসড়ক চার লেনে উন্নীত হলেও ঈদের আগে-পরের পরিস্থিতির কোনো হেরফের হবে না। কারণ সেতুতে টোল দিতে গাড়ি দাঁড় করাতেই হবে। তবে ঈদের আগে-পরে অস্থায়ীভাবে টোলপ্লাজা দ্বিগুণ বা তিনগুণ করা হলে ভিন্ন কথা- অন্যথায় যানজট নিরসনের কোনো সুযোগ নেই।

টাঙ্গাইলের ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) রফিকুল ইসলাম সরকার জানান, যানবাহনের চাপ বেশি হলে এলেঙ্গা থেকে উত্তরবঙ্গগামী সড়ক একমুখী (ওয়ানওয়ে) করে
দেওয়া হবে। তখন উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন সেতু পার হওয়ার পর ভূঞাপুর হয়ে এলেঙ্গা পর্যন্ত চলাচলের ব্যবস্থা করা হবে। এজন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

টাঙ্গাইল সড়ক ও জনপথ(সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া খান জানান, ঈদকে সামনে রেখে সড়ক-মহাসড়কের বিভিন্ন স্থানে সংস্কার করা হচ্ছে। যানবাহনের চাপ বাড়লে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ঢাকাগামী যানবাহন ভূঞাপুর হয়ে এলেঙ্গা পর্যন্ত আসার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ বিভাগ।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল জেলার অংশে ৬৫ কিলোমিটার পড়েছে। এরমধ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সড়কের প্রায় আট কিলোমিটার অংশ তাদের কাছে বড় চ্যালেঞ্জ। ঈদের ছুটি শুরু হওয়ার পর সাত শতাধিক পুলিশ মহাসড়কে মোতায়েন থাকবে। ঈদে মানুষ নির্বিঘ্নে যাতে ঘরে ফিরতে পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসকে

শেয়ার