Top

টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

০৪ এপ্রিল, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ
টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’র আয়োজনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা তাদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের মুখে হাঁসি ফুটাতে ঈদের এই নতুন জামা উপহার দিচ্ছেন।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণের মাধ্যমে ঢাকার বিভিন্ন জায়গায় পাঁচদিন ব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এসময় লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ পরিচালক শুভাশিস ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হারুন-উর রশিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশিক রহমান, ঢাকা শাখার অর্থ সম্পাদক সাকিবুর রহমান, সদস্য মাকসুদ, শাহাবুদ্দিন, আফনান, নাদিয়াসহ প্রমুখ।

লাল সবুজ উন্নয়ন সংঘের সকল সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তারা তাদের নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের মুখে হাঁসি ফুটাতে ঈদের এই নতুন জামা উপহার দিচ্ছেন। আগামী পাঁচ দিনে ধারাবাহিক এই কার্যক্রমের মাধ্যমে প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা উপহার দিবেন তারা।

লাল সবুজ উন্নয়ন সংঘের ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, আমরা প্রতিবছর নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করছি।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, গত সাড়ে ১৩ বছর ধরে টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ বিতরণ, ঈদের নতুন পোশাক বিতরণ ছাড়াও মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করে আসছেন তারা।

শেয়ার