Top
সর্বশেষ

ঢাকাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর আবুল

০৮ এপ্রিল, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ
ঢাকাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর আবুল
শিমুল খান :

ঢাকার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১৩নং ওয়ার্ডের মানবিক কাউন্সিলর এনামুল হক আবুল।

কাউন্সিলর এনামুল হক আবুল ঢাকাবাসীর উদ্দেশে বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর, ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।

মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুর ফিতরের আনন্দঘন মূহুর্ত। দেশের বিদ্যমান ক্রান্তিলগ্নে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভুতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

কাউন্সিলর আবুল আরো বলেন, দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর জনগণ ঈদের এই আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলে আমি আশা প্রকাশ করছি।

উল্লেখ, ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জয় পেয়ে এলাকার মাদক,সন্ত্রাসী, চাঁদাবাজি নিমূলে ব্যাপক ভূমিকা পালন করেছে। কাউন্সিলর এনামুল হক আবুলের নেতৃত্বে এলাকায় ব্যাপক উন্নয়ন ও একটি শান্তিপূর্ণ ওয়ার্ড হিসেবে পরিচিত পেয়েছে।

 

শেয়ার