সরাকারী, বেসরকারী (এমপিও ও নন-এমপিও) শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষক-কর্মচারীকে করোনার টিকা প্রদানে তালিকা করা হচ্ছে। জরুরী ভিত্তিতে এ তালিকা চেয়েছে শিক্ষামন্ত্রণালয়।
রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তালিকা চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে সকল শিক্ষক-কর্মচারীকে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী নিম্নবর্ণিত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো:
যেসকল শিক্ষক-কর্মচারীদের বয়স ৪০ বা তার বেশি, তাদেরকে www.surokkha.gov.bd-তে নিবন্ধন করে ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত হতে হবে, তবে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ এর নীচে তাদের তালিকা নিম্নোক্ত ছকে সমন্বিত করে মহাপরিচালক , স্বাস্থ্য অধিদফতরে সফট কপি প্রেরণ করতে হবে এবং স্বাস্থ্য অধিদফতর কর্তৃক তাদের নিবন্ধন নিশ্চিত করার পর তাঁদেরকেও নিবন্ধন করে ভ্যাকসিন গ্রহণ করতে হবে।
বিষয়টি অতীব জরুরী উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালকের নিকট বিতরণের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি জানান প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ মার্চ খুলে দেওয়া হবে। তবে তার আগে সকল শিক্ষক-কর্মচারীকে টিকা নিতে হবে। ইতিমধ্যে প্রায় দেড় লাখ শিক্ষক-কর্মচারী টিকা নিয়েছেন, এবং বাকীরা ৩০ মার্চের মধ্যে নিতে পারবেন বলে জানান মন্ত্রী।
শিক্ষামন্ত্রী জানান, ইউজিসির মাধ্যমে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের ২২০ টি আবাসিক হলের এক লাখ ৩০ হাজার শিক্ষার্থীর টিকার চাহিদা চাওয়া হয়েছে। এটা পাওয়ার পর তারা দ্রুত রেজিস্ট্রেশন করতে পারবে এবং স্থানীয় টিকা কেন্দ্র থেকে টিকা নিতে পারবে। তারপর ১৭ মে হল এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।
/এমএইচ