Top
সর্বশেষ

সদরঘাটে এক লঞ্চকে আরেক লঞ্চের ধাক্কা, ৫ জন

১১ এপ্রিল, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ
সদরঘাটে এক লঞ্চকে আরেক লঞ্চের ধাক্কা, ৫ জন
  • রাজধানীর সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। তাদের মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলের দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম।

তিনি বলেন, বিকেলে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন অচেতন ছিলেন। এ বিষয়ে বাকি তথ্য হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারবে।

এসকে

শেয়ার