Top
সর্বশেষ

রাজধানীতে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে নার্সের মৃত্যু

১১ এপ্রিল, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ
রাজধানীতে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে নার্সের মৃত্যু

রাজধানীর গুলশান ২ নম্বর মেইন রোডে প্রাইভেট কার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মমতা শিকদার (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এবং মোটরসাইকেল চালক জাহিদ আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত মমতা একটি বেসরকারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক জাহিদ ওই একই হাসপাতালের এক্সিকিউটিভ পদে কাজ করেন।

মমতাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সিএনজি ড্রাইভার সবুজ জানান, ঘটনাস্থলের কাছেই তিনি দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দ্রুতগতির একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারের মধ্যে বিকট শব্দে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে ওই নারী গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে আমার সিএনজিতে দিয়ে মেডিকেলে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই। এ ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন। তাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিএইচ

শেয়ার