Top

সরকারের অব্যবস্থাপনার কারণে ঢাকা আগুনের নরককুণ্ডে পরিণত হয়েছে: রিজভী

১২ এপ্রিল, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ
সরকারের অব্যবস্থাপনার কারণে ঢাকা আগুনের নরককুণ্ডে পরিণত হয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজধানী ঢাকা আগুনের নরককুণ্ডে পরিণত হয়েছে। ঈদের দিনেও আগুনে পুড়ে মানুষ মারা গেছে। যা পুরোপুরি সরকারের অব্যবস্থাপনার কারণে হচ্ছে। শুক্রবার (১২ এপ্রিল) সকালে এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনা ও ভুল নীতির কারণে ঈদের দিনেও মর্মান্তিক দুর্ঘটনায় বহুমানুষের প্রাণ গেছে।

তিনি আরও বলেন, সড়ক ব্যবস্থাপনা নিয়ে সরকারের স্বস্তি থাকলেও জনগণের মাঝে স্বস্তি নেই। সরকারের কোনো জবাবদিহিতা না থাকায় সরকার জনগণের সাথে উপহাস করছে।

রিজভী বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় মানুষের দুরাবস্থা নিয়ে কোনো দায়বন্ধতা নেই সরকারের।

বিএইচ

শেয়ার