Top
সর্বশেষ

শ্রীলঙ্কার ক্রিকেট পরিচালক টম মুডি

০১ মার্চ, ২০২১ ৩:২০ অপরাহ্ণ
শ্রীলঙ্কার ক্রিকেট পরিচালক টম মুডি

সম্প্রতি শ্রীলংকান ক্রিকেটে চলছে বেশ দুর্দশা। বোলিং কোচের দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায় পদত্যাগ করেন চামিন্দা ভাস। এছাড়াও বোর্ডের কার্যক্রম নিয়ে অসন্তুষ্ট সাবেক ক্রিকেটাররা। তবে এবার লংকান ক্রিকেটে আবারও সুদিন ফেরাতে বড় দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও কোচ টম মুডি। তাকে আগামি তিন বছরে জন্য শ্রীলংকান ক্রিকেটবোর্ডের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১ মার্চ) থেকে শুরু হয়েছে মুডির নতুন চাকরি। অরবিন্দ ডি সিলভার নেতৃত্বে শ্রীলঙ্কার নতুন টেকনিক্যাল পরামর্শক কমিটির সুপারিশে এই নিয়োগ বাস্তবায়ন করা হয়েছে।

লংকান ক্রিকেট বোর্ডের সঙ্গে এই চুক্তি অনুযায়ী মুডি আগামি তিন বছরের ভেতর কমপক্ষে ৩০০ দিন শ্রীলংকায় থাকবেন। শ্রীলঙ্কান ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা আশলে ডি সিলভা জানান মুডির কাজের পরিধি হবে বিশদ, ‘ভবিষ্যৎ সূচি বিশ্লেষণ, ঘরোয়া টুর্নামেন্টের কাঠামো, খেলোয়াড়দের কল্যাণ, শিক্ষা, স্কিল উন্নয়ন, কোচিং ও সাপোর্ট স্টাফের কাঠামো ঠিক করা, হাই পারফরম্যান্স ইউনিটের কাজ ও তথ্য বিশ্লেষণ করবেন তিনি।’

এর আগে অবশ্য টম মুডি যুক্ত ছিলেন লংকান ক্রিকেটের সঙ্গে। ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করেন এই কিংবদন্তি। তার অধীনে লংকান ক্রিকেটে এসেছিল দারুণ সাফল্য। ২০০৭ সালে তার অধীনেই বিশ্বকাপের ফাইনাল খেলেছিল শ্রীলংকা। যদিও সেবার অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল লংকানদের। এরপর তিনি আইপিএল ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কোচের ভূমিকায় কাজ করেছেন।

আশলে ডি সিলভার জানালেন, নতুন ভূমিকাতেও মুডি দারুণ সাফল্য আনবেন বলে আশা করছে শ্রীলঙ্কা, ‘আগেও তিনি আমাদের সঙ্গে কাজ করেছেন ও সাফল্য এনেছেন। আমি নিশ্চিত তার প্রজ্ঞা দিয়ে আবার সেটা করবেন। আমাদের খেলায় দারুণ মান তৈরি করে দেবেন।’

এছাড়াও লংকান কিংবদন্তি ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা জানান, ‘অন্যদেশ কোনটা ঠিক করছে তা নিয়ে তার অনেক অভিজ্ঞতা ও বোঝাপড়া আছে। অন্যদের ভালো জিনিসটা আমাদের আত্মস্থ করতে হবে যেটা আবার আমাদের সংস্কৃতির সঙ্গে মাননসই।’

ডি সিলভার সঙ্গে পরামর্শক কমিটিতে আছেন কুমার সাঙ্গাকারা, মুত্তিয়া মুরালিধরনরাও।

শেয়ার