Top
সর্বশেষ

বিশ্বকাপের ৮ মাস আগেই অধিনায়কের নাম জানালো অস্ট্রেলিয়া

০১ মার্চ, ২০২১ ৪:২৪ অপরাহ্ণ
বিশ্বকাপের ৮ মাস আগেই অধিনায়কের নাম জানালো অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক :

নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সমালোচনার মুখে পড়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটমহলে।

তবে এসবে কান না দিয়ে ফিঞ্চের ওপরই ভরসা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

শুধু ভরসাই নয়; চলতি বছরের অক্টোবরে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিঞ্চই অধিনায়ক থাকবেন বলে সাফ জানিয়ে দিয়েছে তারা।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম মেলবোর্ন হেরাল্ড সানকে এ তথ্য নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া দলের তিন নির্বাচকের একজন জর্জ বেইলি।

বেইলি বলেছেন, ‘ফিঞ্চের অধিনায়কত্ব আর অফফর্ম নিয়ে আমরা চিন্তিত নই। তার গড় কিন্তু দারুণ। সে এখন দলের অধিনায়ক এবং সামনের বিশ্বকাপেও সে-ই অধিনায়ক থাকবে। তার ব্যাপারে চলা আলোচনা আমার কাছে মূল্যহীন মনে হচ্ছে।’

অর্থাৎ বিশ্বকাপ শুরুর ৮ মাস আগেই অধিনায়ক ঠিক করে ফেলল অস্ট্রেলিয়া।

ফিঞ্চের ওপর অস্ট্রেলিয়া দলের এতো আস্থা থাকলেও এর বিপরীতে অবস্থান নিয়েছেন সাবেক নির্বাচক ও অস্ট্রেলিয় দলের সাবেক ওপেনার মার্ক ওয়াহ। ফিঞ্চকে বাদ দেয়ার পক্ষে তিনি।

ওয়াহ বলেছেন, ‘ফিঞ্চের কাজ হলো রান করা। কোনো ব্যাটসম্যানই রান না করে দলে টিকে যাওয়ার লাইসেন্স রাখে না। সেটা হোক অধিনায়ক বা অন্য কেউ।’

শেয়ার