Top
সর্বশেষ

ঢাবিতে ছাত্রদলের ঝটিকা মিছিল

০১ মার্চ, ২০২১ ৪:৩৫ অপরাহ্ণ
ঢাবিতে ছাত্রদলের ঝটিকা মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছে ঢাবি ছাত্রদল। সোমবার (১ মার্চ) দুপুরে টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে রোকেয়া হল, রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে আবার টিএসসিতে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা নানা স্লোগান দেন।

মিছিল শেষে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসিতে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমান উল্লাহ আমান বলেন, সকল ধরনের শিষ্টাচার লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে গতকাল ছাত্রদলের নেতাদের আটক করেছে। আমরা অবিলম্বে ছাত্রদলের আটক সব নেতাকর্মীদের মুক্তি দাবি করছি।

তিনি বলেন, যে প্রশাসন ক্যাম্পাস থেকে শিক্ষার্থী আটক করলেও নীরব থাকে, তাদের প্রতি ধিক্কার জানাই। ঐতিহাসিক এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কিভাবে পুলিশ এসে ছাত্রনেতাদের আটক করে তা আমাদের জানা নেই।

শেয়ার