Top

জয়পুরহাটে নীলকন্ঠ শিব মেলায় জুয়া! নীরব প্রশাসন

২০ এপ্রিল, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ
জয়পুরহাটে নীলকন্ঠ শিব মেলায় জুয়া! নীরব প্রশাসন
জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের তেঘর গ্রামে সনাতন ধর্মের নীলকন্ঠ শিবপূজা উপলক্ষে চলা শতবছরের পুরাতন শিব মেলার নামে চলছে জুয়ার আসর। জেলার মোহাম্মদাবাদ ইউপি সংলগ্ন মন্দির এলাকায় ঐতিহ্যবাহী মেলাতে হরেক রকম পন্য ও খেলনাপাতির সাথে চলছে জমজমাট জুয়ার আসর।

মেলা কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি), স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এই মেলা কমিটির সদস্য বলে জানা গেছে।

পহেলা বৈশাখ থেকে শুরু হওয়া মেলায় জুয়া চলে সন্ধ্যা থেকে চলে গভীর রাত পর্যন্ত। সেই সাথে মেলার আড়ালে চলে মাদক বিক্রি ও সেবন। মেলায় শিক্ষার্থীসহ উঠতি বয়সীদের ভিড় লক্ষ্য করা গেছে।

স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানায়, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ স্থানীয় প্রভাবশালীরা এই মেলার সাথে জড়িত রয়েছে।

তারা আরো জানান, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এসব কার্যাক্রম। তবে প্রশাসনের কেউই এই দায় নিতে নারাজ।

জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, জুয়ার বিষয় জানা ছিল না। যেহেতু আমার নজর এসেছে এখনই বন্ধ করা হবে।

এসকে

শেয়ার