Top
সর্বশেষ

সরকার হটাতে অস্ত্র নিয়ে যুদ্ধে নামতে চায় বিএনপি

০১ মার্চ, ২০২১ ৫:২৯ অপরাহ্ণ
সরকার হটাতে অস্ত্র নিয়ে যুদ্ধে নামতে চায় বিএনপি

আলোচনা করে কিছুই হবে না, এই সরকারকে সরাতে হলে যুদ্ধের বিকল্প নেই, অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র নিয়েই নামতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) শাহজাহান ওমর।

সোমবার (১ মার্চ) বেলা ৩টায় ৪১ নং সড়কে হোটেল লেকশো’রে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী উদযাপন কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যুদ্ধ ছাড়া দেশ স্বাধীন হয়নি, যুদ্ধ ছাড়া শুধু ভাষণ দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারও হবে না। তাই যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে।

মির্জা আব্বাস বলেন, দেশের স্বাধীনতা শুধু বিবর্ণই হয়ে যায়নি, বিপন্ন হয়ে গেছে। প্রতিরোধ ছাড়া গণতন্ত্র উদ্ধার সম্ভব নয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একবার ক্ষমতাচ্যূত হলে আর কোনোদিন নির্বাচিত হয়ে এ দেশের ক্ষমতায় আসতে পারবে না।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্ধোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ড.খন্দকার মোশাররফ হোসেনের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও পেশাজীবি নেতৃবৃন্দরা।

পরে সন্ধায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সাজসজ্জা, মুক্তি যুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী শুরু হয়।

শেয়ার