Top

নানিকে বাঁচাতে গিয়ে মামার ছুরিকাঘাতে ভাগিনা খুন

২১ এপ্রিল, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ
নানিকে বাঁচাতে গিয়ে মামার ছুরিকাঘাতে ভাগিনা খুন

রাজধানীর কামরাঙ্গীরচরের নূরবাগে মামার প্রহার থেকে নানিকে বাঁচাতে গিয়ে মামার ছুরিকাঘাতে ভাগিনা নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরেক ভাগিনা গুরুতর আহত হয়েছেন। রোববার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম তানিন হোসেন সিফাত (২৩)। আহত ভাগিনার নাম তামিম আহমেদ (২৪)। তারা দু’জন আপন ভাই।

গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে তানিনকে মৃত ঘোষণা করেন।

আহত তামিম আহমেদ জানান, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কাজি পাগলা গ্রামে। বাবার নাম জামিল হোসেন। পরিবার নিয়ে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা কালিন্দি এলাকায় থাকেন। তারা দুই ভাই কামরাঙ্গীরচর নুরবাগ মনির চেয়ারম্যান গলিতে মেজ মামার ইলেকট্রিক পণ্যের দোকানে কাজ করেন।

তামিম আহমেদ বলেন, দুপুরে তারা দুই ভাই মামার বাসায় খাবার খেতে যান। সেখানে যাওয়ার পর দেখেন তাদের ছোট মামা রাকিব হোসেন (৩০) নানিকে মারধর করছে। তখন তামিম তাকে ঝাপটে ধরে রাখে। কিছুক্ষণ পর শান্ত হলে তাকে ছেড়ে দেন। এরপর মামা ছুটে গিয়ে ধারালো ছুরি এনে ভাগিনা তামিমকে প্রথমে আক্রমণ করে। তাকে ফেরাতে গেলে তানিনকেও ছুরিকাঘাত করে।

নিহত তানিনের মেজ মামা মো. রিপন আহমেদ বলেন, রাকিব মাদকাসক্ত, কোনো কাজই করে না সে। মাঝে মাঝে বাবা-মাকে মারধর করত। আজ বিকেলে মাকে মারধরের সময় ভাগিনারা ফেরাতে গেলে রাকিব দুই ভাগিনাকেই ছুরিকাঘাত করে।

নিহতের বাবা জামিল হোসেন বলেন, দুই ছেলে ইলেকট্রিকের কাজ করে। বিকেলে তাঁরা মামার বাসায় গিয়েছিল। কোনো কিছু বোঝার আগেই ধারালো অস্ত্র দিয়ে দুই ছেলের ওপরে হামলা চালায়। এতে দুই ছেলে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে, চিকিৎসক তানিনকে মৃত ঘোষণা করে। তামিম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কেন তাঁদের মামা দুই ভাগিনাকে ছুরিকাঘাত করল, তিনি তা বুঝতে পারছেন না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই ঘটনায় নিহতের আরেক ভাই গুরুতর আহত হয়েছে, তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ বলেন, কামরাঙ্গীরচর থেকে ছুরিকাঘাতে আহত দুই ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তার বুকসহ কয়েক জায়গায় ছুরিকাঘাত রয়েছে। আহত তামিমের গলার বাম পাশে ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তানিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিএইচ

শেয়ার