Top

তিন আর্থিক প্রতিষ্ঠানে নতুন এমডি

০১ মার্চ, ২০২১ ৭:৩৮ অপরাহ্ণ
তিন আর্থিক প্রতিষ্ঠানে নতুন এমডি

রাষ্ট্রায়ত্ব দুই ব্যাংক ও একটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নতুন এমডি নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের অর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ সফিউল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রায়ত্ব জনতা ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেনকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। সোনালী ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

একই চিঠিতি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমকে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক করা হয়।

রাষ্ট্রীয় মালিকানাধীন দুই ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে উল্লিখিত তিনজনকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে (জাতীয় বেতনস্কেল, ২০১৫ টাকা ৭৮ হাজার নির্ধারিত) পদোন্নতি প্রদানপূর্বক পদায়ন করা হয়।

শেয়ার