Top
সর্বশেষ

সদরঘাটে লঞ্চে আগুন

২৩ এপ্রিল, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ
সদরঘাটে লঞ্চে আগুন

রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাটে এমভি বাঙালি নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

জানা গেছে, লঞ্চটির তিন তলায় আগুন লেগেছে। এসময় লঞ্চটিতে কোনো যাত্রী ছিল না বলেও প্রাথমিকভাবে জানা যায়।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, সদরঘাটের শ্যামবাজার ঘাটে একটি লঞ্চে দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় দুপুর ১টা ৫ মিনিটে। পরে আরও ৩টি ইউনিট পাঠানো হয়।

বর্তমানে সদরঘাট নদীর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ও পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিটসহ মোট চারটি ইউনিট কাজ করছে।

তবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের খবর তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বিএইচ

শেয়ার