Top
সর্বশেষ

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

২৬ এপ্রিল, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীতে মৌসুমের সার্বোচ্চ ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. গাউসুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, এ মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। কাল-পরশু সামান্য পরিমাণ বৃষ্টি হতেও পারে। তবে ভারি বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই।

এর আগে বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বৃষ্টির জন্য রাজশাহীতে বিশেষ নামাজ পড়েছেন স্থানীয়রা। সকাল সাড়ে ৮টায় নগরীর তেরখাদিয়া শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম প্রাঙ্গণে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাতের মাধ্যমে নিজের পাপ শিকার করে আল্লাহর দরবারে বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। নামাজে ইমামতি করেন দারুসালাম কামিল মাদরাসার মুফাসসির মুফতি জাকারিয়া হাবিবী।

এসকে

শেয়ার