Top

‘গরিবের রোদ-গরম নেই, কাজ না করলে খাব কী’

২৬ এপ্রিল, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ
‘গরিবের রোদ-গরম নেই, কাজ না করলে খাব কী’

সারাদেশের ন্যায় নাটোরের গুরুদাসপুরেও তীব্র রোদ আর প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। ঘর থেকে বের হলেই তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা ছোট-বড় সবার। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে তেমন কেউ বের না হলেও জীবিকার তাগিদে গরম উপেক্ষা করেই কাজ করছেন শ্রমিকরা।

আজ দুপুরে উপজেলা পৌর সদরের নারায়ানপুর এলাকায় দেখা যায় তীব্র গরম উপেক্ষা করেই শ্রমিকরা মাটি কাটার কাজ করছেন। রোদে প্রতিটি শ্রমিকের গা দিয়ে ঘাম ঝরছে অঝরে। তারপরও থেমে নেই কর্মযজ্ঞ। জীবিকার তাগিদে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাটি কাটার কাজ করছেন এসব শ্রমিকরা। তাদের মধ্যে অনেকেই হাঁপিয়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন। ২০-৩০ মিনিট বিশ্রাম নিয়ে পুনরায় কোদাল আর ডালি নিয়ে কাজ শুরু করছেন। এমন আবহাওয়াতেও প্রতিদিন ৫৫০ টাকা করে মজুরিতে কাজ করছেন শ্রমিকরা।

৬২ বছর বয়সেও কোদাল হাতে কাজে নেমেছেন শ্রমিক মো. ইদ্রিস প্রাং। তার সংসারে স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে। তার একার উপার্জনে পুরো সংসার পরিচালনা করতে হয়। বয়সের ভারে কাজ দীর্ঘক্ষণ করতে না পারলেও পরিবারের দিকে তাকিয়ে কষ্ট মেনে নিয়েই চালিয়ে যাচ্ছেন পরিশ্রম।

শ্রমিক ইদ্রিস প্রাং জানান, ‘গরিবের রোদ গরম থাকতে নেই, কাজ না করলে খাব কী?’ দিনমজুরি করে যে টাকা উপার্জন করি সেই টাকা দিয়েই সংসার চালাতে হয়। ছেলে মেয়ের পড়াশোনার খরচ দিতে হয়। গত দুইদিন পূর্বেও কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম। সহকর্মীরা ছায়ায় একটি গাছের নিচে নিয়ে গিয়ে হাত পাখা দিয়ে প্রায় ৩০ মিনিট বাতাস করার পর স্বাভাবিক হতে পেরেছিলাম। আমার মতো অনেক শ্রমিক রোদ ও গরমে অসুস্থ হয়ে পড়েন। তারপরও সবকিছু মেনে নিয়ে ঝুঁকি নিয়েই আমাদের কাজ করতে হয়।’

আরেক শ্রমিক সাইদুল সরদার বলেন, ‘আমার সংসারে এক ছেলে এক মেয়ে। ছেলের বয়স ১২ বছর ও মেয়ের বয়স ৭ বছর। সংসারে স্ত্রী, ছেলে-মেয়ে ছাড়াও বৃদ্ধ মা আছেন। সকলের ভরন-পোষণ আমাকেই করতে হয়। দিনমজুরি করে পাই ৬০০ টাকা। তবে এখন একটি মন্দিরে মাটি ফেলানোর কাজ করছি। এ কারণে মানবিক দিক ভেবে আমরা সকল শ্রমিকরা ৫০ টাকা করে কম নিয়ে ৫৫০ টাকা মজুরিতে কাজ করছি। রোদ গরম বেশি হলেও কিছু করার নেই। আমাদের শ্রমিকদের এসব ঝুঁকি নিয়েই কাজ করতে হয় এবং হবে।’

এদিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম জানান, ‘দীর্ঘক্ষণ এই গরমে শ্রমিকরা কাজ করলে অতিরিক্ত ঘাম ঝরবে। অতিরিক্ত ঘাম বের হলে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। এর ফলে হিটস্ট্রোক হতে পারে। শ্রমিকদের কাজের সময় নিয়মিত বিরতি দিতে হবে এবং লবণ পানি যুক্ত তরল খাবার ও ওরস্যালাইন বেশি বেশি খেতে হবে। তাছাড়াও বিশ্রামের সময় গাছের নিচে ছায়ায় বসে বিশ্রাম নিতে হবে।’

এসকে

শেয়ার