Top

আরও কর্মী ছাঁটাই করছে টেসলা

২৮ এপ্রিল, ২০২৪ ১০:১৪ অপরাহ্ণ
আরও কর্মী ছাঁটাই করছে টেসলা

নেভাডায় ৬৯৩ জন কর্মী ছাঁটাই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট টেসলা। দেশটির সরকারি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম লাইভমিন্টের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বজুড়ে টেসলার পণ্য বিক্রি উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে। এছাড়া অন্যান্য বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে তুমুল প্রতিযোগিতা করতে হচ্ছে। পরিপ্রেক্ষিতে গাড়ির দাম কমাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানটি। তবু কাজ হচ্ছে না।

ফলে শেষমেষ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে টেসলা। বিশ্বজুড়ে হাজার হাজার কর্মী রয়েছে বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির। সেই জনবলের ১০ শতাংশ কমাতে চায় তারা। এরই অংশ হিসেবে নেভাদায় বরখাস্তের প্রস্তুতি নিচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের কোম্পানি।

এরই মধ্যে টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় ৬০২০ জন কর্মী ছাঁটাই করেছে টেসলা। ঠিক এরপরই নেভাদায় বরখাস্তের ঘোষণা দিলো তারা। প্রতিনিয়ত বিশ্বব্যাপী গাড়ির বাজার পরিবর্তন হচ্ছে। সেই বাজারের সঙ্গে খাপ খাওয়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সেজন্য খরচ কমাতে মরিয়া তারা।

গোটা বিশ্বে ১ লাখ ৪০ হাজার কর্মী রয়েছে টেসলার। ২০২৩ সালে সেখান থেকে ছাঁটাই করছে তারা। সবশেষ যার কোপ পড়তে যাচ্ছে নেভাদায়।

সূত্র: লাইভমিন্ট

বিএইচ

শেয়ার