Top
সর্বশেষ
মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেম সেলে না রাখার সিদ্ধান্ত স্থগিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক সুদৃঢ় করা নিয়ে আলোচনা হয়েছে: পরিবেশমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল বিএনপি: প্রধানমন্ত্রী পেরুতে বাস উল্টে নিহত ১৬ আরসার আস্তানায় র‍্যাবের অভিযান, অস্ত্রসহ গ্রেফতার ২ ২ সপ্তাহের মধ্যে ইউয়ানের দাম সর্বনিম্ন জয়পুরহাটে উন্নয়ন-জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের শেরপুরে বিপুল পরিমাণ ভারতীয় চিনি আটক, গ্রেপ্তার ১

জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

২৯ এপ্রিল, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে আব্দুর রহমান হত্যা মামলায় প্রায় ২২ বছর পর ১৯ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের আলম, দোলা, ওসমান, কোরমান, আজাদুল, লাবু, বাবু, আমিনুর, ফারাজ মণ্ডল, শুকটু, দুলাল, আলিম, নজরুল, সাইদুল, সানোয়ার, সাইফুল, কালাম, জহুরুল ও উকিল। এদের মধ্যে জহুরুল ও উকিল ২ আসামি পলাতক আছেন।

মামলার বিবরণে জানাগেছে, ২০০২ সালের ২২ নভেম্বর রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের সামসুদ্দিনের ছেলে আব্দুর রহমান মুন্সীকে পূর্ব শত্রুতার জেড়ে ধরে ধান ক্ষেত থেকে আসামি আলমের বাড়িতে আটকে রেখে তাকে নির্মমভাবে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে ও পা দিয়ে বুকে ও পেটে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বারিক মুন্সী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে প্রায় ২২ বছর বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

জয়পুরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রায়ে দু’ চার জন আসামীর ফাঁসি হলে বাদী পক্ষ খুশি হতেন তবে রায়ে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে আপিল করতে পারেন সেক্ষেত্রে তাদের সহযোগিতা করা।

এসকে

শেয়ার