Top
সর্বশেষ

পাবনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা চেষ্টা

২৯ এপ্রিল, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ
পাবনায় পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা চেষ্টা
স্টাফ রিপোর্টার, পাবনা :

পাবনার সদর উপজেলার দোগাছি ইউনিয়নের আশুতোষপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে সিরাজুল ইসলাম (৩৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে আশুতোষপুর বাজারে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, রহমান কাজী, ইমদাদুল কাজী ও শহীদ কাজীসহ দশবারো জন লোহার হাতুড়ি, রাম দা, হাঁসুয়া, চাইনিজ কুড়াল, জি.আই. পাইপ, চাপাতি, ছুরি, লোহার রড, হুকস্টিক, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিরাজুল কে বেধড়ক মারপিট করে এবং কাছে থাকা টাকা পয়সা লুট করে নিয়ে ফেলে রেখে যায় প্রতিপক্ষের লোকজন।

এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এঘটনার সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রওশন আলী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এসকে

শেয়ার