Top
সর্বশেষ

ছয় অলরাউন্ডার নিয়ে আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

০১ মে, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ
ছয় অলরাউন্ডার নিয়ে আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আফগানিস্তান ক্রিকেটে যেনো অলরাউন্ডারের ছড়াছড়ি। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ছয়জন অলরাউন্ডারকে নিয়ে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট। যেখানে ব্যাটার রাখা হয়েছে মাত্র ৪ জনকে এবং ১৫ জনের মধ্যে আবার ৮ জনই খেলছেন আইপিএলে।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া হাসমত উল্লাহ শহিদির উপর এবার আস্থা রাখতে পারেনি আফগানিস্তান। এমনকি বিশ্বকাপ স্কোয়াডেও রাখা হয়নি তাকে। এবার রশিদ খানের নেতৃত্বে বিশ্বকাপের বিমানে চড়বেন আফগানরা।

আফগান স্কোয়াডে চার ব্যাটার হলেন- রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান এবং ব্যাক-আপ উইকেটরক্ষক মোহাম্মদ ইসহাক।

আর রশিদ ছাড়া বাকি ৫ অলরাউন্ডার হলেন- আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, করিম জানাত এবং নাঙ্গেলিয়া খারোত।

স্পিন আক্রমণে রশিদের সঙ্গে জুটি বাঁধবেন নুর আহমেদ ও মুজিব উর রহমান। এছাড়াও অলরাউন্ডার নবি ও খারোতে যোগ হবেন তাদের সঙ্গে। ফলে বলা যায় এবারের বিশ্বকাপে সব থেকে শক্তিশালী স্পিন বোলিং লাইন আফগানদের।

এ ছাড়াও স্কোয়াডে আছেন স্বীকৃত তিন পেসার- ফজল হক ফারুকি, নাভিন উল হক ও ফরিদ আহমেদ। এছাড়া অলরাউন্ডারদের সহযোগিতাও পাবেন তারা।

আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া বিশ্বকাপ আসরে আফগানিস্তানের মূল স্কোয়াডে জায়গা পাননি মারকুটে ব্যাটার হাজরত উল্লাহ জাজাই। বাঁহাতি এই ব্যাটারকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। তার সঙ্গে রিজার্ভে আছেন আরও দুই জন-সাদিকুল্লাহ ও মোহাম্মদ সালেম।

আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, নাঙ্গিয়াল খারোতি, নুর আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও মুজিব উর রহমান।

রিজার্ভ খেলোয়াড় : হজরতউল্লাহ জাজাই, সেদিকউল্লাহ অটল ও সালিম সাফি।

বিএইচ

শেয়ার