বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার নীলফামারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে নীলফামারী জেলা শ্রমিক দল।
বুধবার (১লা মে) জাতীয়তাবাদী নীলফামারী জেলা শ্রমিক দলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিভিন্ন শ্রমিক ইউনিয়নের উপস্থিতিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নীলফামারী জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম. আলমগীর সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহুরুল আলমসহ শ্রমিক দল. ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য. ১৮৮৬ সালের (১লা মে) মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের ওই আত্মদানের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে প্রতি বছর এ দিবসটি সারা বিশ্বে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে পালন করা হয়।
এসকে