Top

চীনে মহাসড়কে ধস, নিহত বেড়ে ৩৬

০২ মে, ২০২৪ ১:১০ অপরাহ্ণ
চীনে মহাসড়কে ধস, নিহত বেড়ে ৩৬

চীনের দক্ষিণাঞ্চলে একটি মহাসড়কে ধসের ঘটনায় নিহত বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। খবর আল জাজিরা

বৃহস্পতিবার (২ মে) স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। চীনের রাষ্ট্রীয় নিউজ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের জীবননাশের শঙ্কা নেই।

বুধবার (১ মে) চীনের এই ব্যস্ত মহাসড়কটি ধসে পড়ে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে সড়কটি ধসে পড়ে।

সড়কটির ১৭.৯ মিটার ধসে পড়েছে। এতে প্রায় ২৩ যানবাহন মাটির নিচে চাপা পড়ে। স্থানীয়রা জানায়, তারা গাড়ি পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়েছেন।

সড়কটি ধসে পড়ার পর এটিতে যান চলাচলা বন্ধ করে দেওয়া হয়েছে। ৫০০ উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

গত মাস থেকেই চীনের বেশ কিছু প্রদেশে বন্যা দেখা দিয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ৪ জনের মৃত্যু হয়েছে। সরিয়ে নেওয়া হয় ১০ হাজার বাসিন্দাকে।

এম জি

শেয়ার