Top
সর্বশেষ

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

০২ মে, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. হুমায়ুন কবির (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১ মে) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রহিমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে খিলগাঁও রেলগেট এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পেরেছি ওই যুবক রেললাইনে দাঁড়িয়ে মোবাইলফোনে কথা বলার সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসতাপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত হুমায়ুন কবির হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ইসলামাবাদ গ্রামের আব্দুল আউয়াল মিয়ার সন্তান।

বিএইচ

শেয়ার