স্মল ক্যাপের মাধ্যমে পুঁজিবাজারে আসতে চায় তথ্য প্রযুক্তির ১২ কোম্পানি। কোম্পানিগুলোকে বাজারে আনতে প্রাথমিকভাবে বৈঠক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচঞ্জ কমিশন(বিএসইসি)।
মঙ্গলবার (২ মার্চ) বিএসইসি’র কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে এ নিয়ে কমিশনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠান সমূহ হলো: সেবা.এক্সওয়াইজেড, চাল ডাল, যান্ত্রিক, ল্যান্ডনক, হ্যালো টাস্ক, বন্ড স্টেইন টেকনোলজিস, ব্রেইন স্টেশন২৩, ই-কুরিয়ার, খাস ফুড, সিএমইডি, ডিভাইন আইটি ও আননানোভাস আইটি লিমিটেড।
বৈঠকে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, উপ পরিচালক মিরাজ-উস-সুন্নাহসহ বিএসইসি ও কোম্পানিগুলোর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।