Top
সর্বশেষ

সুন্দরবন সুরক্ষার দা‌বি‌তে মানববন্ধন

০৫ মে, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ
সুন্দরবন সুরক্ষার দা‌বি‌তে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক :

”জ্বলছে সুন্দরবন রুখবে কে…?” এই স্লোগানকে সাম‌নে রে‌খে বাংলাদেশের পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস সম্প্রতি অগ্নিদগ্ধ সুন্দরবন সুরক্ষার দাবিতে মানববন্ধন ক‌রেন। খুলনার পাইকগাছা উপজেলা প্রেসক্লাবের সামনে রবিবার (৫ মে) বিকেল ৫টায় এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

গ্রীন ভয়েস এর খুলনা বিভাগীয় শাখা আয়োজিত মানববন্ধ‌নে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস খুলনা বিভাগের সমন্বয়ক আরিফুর রহমান, ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক সাকিল কবির, রাজশাহী বিভাগের সহ সমন্বয়ক রাইসুল ইসলাম নোমান, বরিশাল বিভাগের সহ সমন্বয়ক আলী আহসান, কেন্দ্রীয় সদস্য স্বপন মাহমুদ, আবু হোসাইন সুইটসহ বিভিন্ন শাখা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

মানববন্ধনে চলমান সুন্দরবনের অগ্নিকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ ক‌রেন বক্তারা। তারা সুন্দরব‌নে বার বার অ‌গ্নিকাণ্ড স্বাভাবিক ঘটনা কি না তার সুষ্ঠু তদন্তের জোর দা‌বি তো‌লেন। এছাড়া প্রয়োজনে যৌথ বাহিনী নিয়োগ করে সুন্দরবনের সুরক্ষা নিশ্চিতের দা‌বি জানান।

মানববন্ধনটির সঞ্চালনা করেন গ্রীন ভয়েসের খুলনা বিভাগের সহ সমন্বয়ক মোঃ সোহানুর রহমান।

এসকে

 

শেয়ার