Top
সর্বশেষ

মোহাম্মদপুরে ৬০ কোটি টাকার খাস জমি উদ্ধার

০৭ মে, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ
মোহাম্মদপুরে ৬০ কোটি টাকার খাস জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরে এলাকায় প্রায় ৬০ কোটি টাকা মূল্যের ৩২ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ মে ) জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এ জমি উদ্ধার করা হয়। রাজধানীর মোহাম্মদপুর থানায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল এ জমি।

এ অভিযান পরিচালনা করেন মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক ।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, মহানগরের মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এর আওতাধীন বড়সায়েক মৌজায় সরকারি খাস জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানের সময় মেসার্স রহমান সার্ভিস স্টেশন এর দখলে থাকা বড় সায়েক মৌজার আর.এস ও সিটি ১ নং খতিয়ানের আর.এস ২৮ নং দাগ এবং সিটি ৮০৪ নং দাগের ৩২ শতক ভূমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরকারি এ সম্পত্তির মূল্য প্রায় ৬০ কোটি টাকা।

শেয়ার