Top
সর্বশেষ

রূপসায় সাংবাদিককে লা‌ঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

০৮ মে, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ
রূপসায় সাংবাদিককে লা‌ঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন
খুলনা প্রতিনিধি :

খুলনার রূপসায় আইচগাতী ইউনিয়নের যুবলীগ নেতা অয়নকে ছুরিকাঘাতে আহত করার অপরাধে মামলাভুক্ত আসামীদের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি এক‌টি খবর প্রকাশ করে।

খবর প্রকা‌শের কার‌ণে সন্ত্রাসীরা গত ৪ মে বিকেলে মো. মাসুম সরদারকে বেদম মারপিট করে মারাত্মক জখম করে। এ জঘন্য ঘটনার প্রতিবাদে বুধবার (৮ মে) সকাল সাড়ে ১০ টায় রূপসা উপজেলা পরিষদ চত্বরে রূপসার সকল সাংবাদিকদের আয়োজনে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সভাপতির বক্তৃতা করেন, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু। প্রতিবাদ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সভাপতি এসএম মাহবুবুর রহমান।

অন্যান্যের ম‌ধ্যে বক্তৃতা ক‌রেন ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সৈয়দ জালিস মাহমুদ, বাংলা টিভি’র খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাঁন আঃ জব্বার শিবলী, সাংবাদিক এসএম হারুনুর রশিদ, এম মুর‌শিদ আলী, খান মিজানুর রহমান, বেনজির হোসেন, শেখ আশিকুর রহমান বাবু, নাহিদ জামান, আব্দুল মজিদ শেখ, ইউসা মোল্লা, শাহরিয়ার হোসেন মানিক, মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, নাজিম সরদার, চন্দন ভট্টাচার্জ, মিলন মোল্লা, রেজাউল ইসলাম তুরান, আঃ মান্নান, মোড়ল জাফরিন প্রমূখ। রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফ,ম, আইয়ুব আলী অনুষ্ঠান পরিচালনা ক‌রেন। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের নেতা ও পথচারীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসকে

শেয়ার