আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে মানিকগঞ্জ-২ আসনের দুইটি উপজেলা সিংগাইর ও হরিরামপুর উপজেলায় ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
দুইটি উপজেলার মধ্যে একাধিক প্রার্থী নিয়ে জমজমাট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে হরিরামপুর উপজেলায়। এছাড়াও সিংগাইর উপজেলায় নির্বাচন স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে।
জাতীয় নির্বাচনের তুলনায় এই নির্বাচনে ভোটার উপস্থিতি ও ভোটার সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিলো বলে জানান সচেতন মহল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সিংগাইর উপজেলায় ৩৫.৮% ও হরিরামপুর উপজেলায় ৪৫.৪২% পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। যা প্রায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সমান ।
তবে দলীয় প্রতীক না থাকায় ভোটার সংখ্যা ও নির্বাচন উৎসবমুখর হয়েছে বলে জানান ভোটাররা।
হরিরামপুর উপজেলা মোট বৈধ ভোটের সংখ্যা ৬৪ হাজার ৭৪৩,এর মধ্যে অবৈধ ভোটের সংখ্যা ১৪৩ এবং মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৬৪ হাজার ৮৪৬ টি।
সিংগাইর উপজেলায় মোট বৈধ ভোটের সংখ্যা ৯২ হাজার ৬০২,এর মধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ১৭১ এবং মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯২ হাজার ৭৭৩ টি।
হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে এবার নিয়ে মোট তৃতীয়বারের মত ১১ হাজার ৬৮০ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দেওয়ান সাইদুর রহমান। তিনি পেয়েছেন ৩১ হাজার ৮৪৮ ভোট। সর্বকনিষ্ঠ হিসেবে প্রথমবার নির্বাচন করে,বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন পেয়েছেন ২০ হাজার ১৬৪ ভোট।
অন্যদিকে সিংগাইর উপজেলা পরিষদ নির্বাচনে ৪৭ হাজার ৯৮৮ ভোট পেয়ে ৯ হাজার ৭৭৪ ভোটের ব্যবধানে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, মো. আবদুল মাজেদ খান ভোট পেয়েছেন ৩৮ হাজার ২১৪ ভোট।
হরিরামপুরে ভাইস চেয়ারম্যান পদে ১৯ হাজার ১০৪ ভোট পেয়ে ৩ হাজার ৯৪৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি থেকে বহিষ্কৃত মোশাররফ হোসেন পেয়েছেন ১৫ হাজার ১৬৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তার চায়না ২৯ হাজার ৩৩২ ভোট পেয়ে ৮ হাজার ৮৩১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জোসনা বেগম ও বেগম সাজেদা চৌধুরী পেয়েছেন সমানসংখ্যক ২০ হাজার ৫০১ ভোট ।
সিংগাইর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ৪৫ হাজার ৭৫৮ ভোট পেয়ে ১৫ হাজার ১২৯ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী আবদুস সালাম পেয়েছেন ৩০ হাজার ৬২৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬৯ হাজার ৬৮১ ভোট পেয়ে ৪৬ হাজার ৮১৩ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত আফরোজা খান লিপি পেয়েছেন ২২ হাজার ৮২৮ ভোট।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকতা মোহাম্মদ আমিনুর রহমান মিঞা বলেন, ‘জেলার দুটি উপজেলায়(সিংগাইর ও হরিরামপুর) সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। ভোট কাস্টিং প্রায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সমান হয়েছে,একটু কম বেশি হতে পারে।
এসকে