Top
সর্বশেষ

জয়পুরহাটে বৈদ্যুতিক শক খেয়ে কৃষকের মৃত্যু

১০ মে, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ
জয়পুরহাটে বৈদ্যুতিক শক খেয়ে কৃষকের মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক শক খেয়ে আলফাজ হোসেন বাচ্চু (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নিজ বাড়িতে ইলেকট্রিক কাজ করতে গিয়ে এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মন্ডল হলেন উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের ইকরগাড়া গ্রামের মৃত আব্বাস আলী মন্ডল ছেলে।

পুলিশ ও স্থানীয়রা সুত্রে জানাগেছে, নিজ বাড়িতে কারেন্টের তার ফ্যানে লাগানো চেষ্টা করছিলেন কৃষক বাচ্চু মন্ডল। এমন সময় তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বাড়ির লোকজনেরা তাকে তাৎক্ষণিক ভাবে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

এসকে

শেয়ার