Top
সর্বশেষ

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় দুই ব্যবসায়ী নিহত

১১ মে, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ
গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় দুই ব্যবসায়ী নিহত
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত ও একজন আহত হয়েছেন। হতাহতরা সবাই ঝুট ব্যবসায়ী। শুক্রবার (১০ মে) দিবাগত রাতে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থানাধীন বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামের মারফত আলীর ছেলে মনজুর সরকার (৩৮) এবং বগুড়ার মোকামতলা উপজেলা এলাকার এহসান হাসান (৪২)।

আহত আব্দুল হামিদের (৪৫) বাড়ি পাবনা জেলা সদরে। তারা সবাই গাজীপুর মহানগরীর কোনাবাড়ি হরিণাচালা এলাকার বাসায় থেকে ঝুটের ব্যবসা করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান জানান, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে কোনাবাড়ি থেকে একই মোটরসাইকেলে চড়ে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন ঝুট ব্যবসায়ী মনজুর সরকার, এহসান হাসান ও আব্দুল হামিদ। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ব্রিজের উপর পৌঁছলে পেছন দিক থেকে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

এতে তিন আরোহী মহাসড়কের উপর ছিটকে পড়ে একই কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মনজুর সরকার ও এহসান হাসান ঘটনাস্থলেই নিহত এবং আব্দুল হামিদ আহত হন। গুরুতর আহত আব্দুল হামিদকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।

এসকে

শেয়ার