Top
সর্বশেষ

কয়রায় রাস্তা সংস্কা‌রে নিম্নমা‌নের সামগ্রী ব্যবহারের অভিযোগ

১১ মে, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ
কয়রায় রাস্তা সংস্কা‌রে নিম্নমা‌নের সামগ্রী ব্যবহারের অভিযোগ
খুলনা প্রতিনিধি :

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া হইতে হোগলা অভিমুখে প্রায় চার কিলোমিটার সড়কের সংস্কার কাজে নিম্নমা‌নের সামগ্রী ব‌্যবহা‌রের ব‌্যাপক ‌অভিযোগ পাওয়া গে‌ছে। এছাড়া মেয়াদ শে‌ষের প‌রেও ধীরগ‌তি‌তে কাজ চলায় কয়েক হাজার মানু‌ষের চরম দু‌র্ভোগ পোহা‌তে হ‌চ্ছে।

কয়রা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর সূত্রে, ২০২২-২৩ অর্থবছ‌রে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় কয়রা উপজেলার আরএন্ডএইচ দেয়াড়া থে‌কে হোগলার হাট জিসি ও গড়ইখালী জিসির চারশ’ মিটার রাস্তা সংস্কা‌রের কাজের টেন্ডার পায় মেসার্স রওশনারা এন্টারপ্রাইজ নামক খুলনার এক‌টি ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০২২ সালে ১৬ অ‌ক্টোবর ওই প্রতিষ্ঠান‌কে সা‌ড়ে তিন মা‌সের ম‌ধ্যে কাজ শেষ করার শ‌র্তে নো‌টিশ অফ প্রসিউড প্রদান ক‌রেন স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর, খুলনার নির্বাহী প্রকৌশলী। কাজটির প্রাক্কালিত মূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ৮৫ লাখ ৭ হাজার ৯২৫ টাকা। ২০২২ সালের ২৩ অক্টোবর কাজটি শুরু ও ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি কাজটি সম্প‌ন্নের নিদের্শনা দেওয়া হয়।

সরজমিনে ও স্থানীয় সূত্রে জানা য‌ায়, খুলনার কয়রা উপ‌জেলার দেয়াড়া থেকে হোগলার হাট পর্যন্ত প্রায় চার কি‌লো‌মিটার সড়ক‌টি ২০২৩ সা‌লের প্রথম দি‌কে সংস্কা‌রের কাজ শুরু ক‌রে ক‌য়েকমাস বন্ধ রাখা হয়। গত বছ‌রের মে মা‌সের দি‌কে সড়ক‌টির বি‌ভিন্ন স্থান খুঁড়ে ফে‌লে রাখা হয়। ফ‌লে জনসাধার‌ণের চলাচ‌লে ভোগা‌ন্তি পোহা‌তে হয়। বর্তমা‌নে কাজ চল‌লেও রাস্তার উপরে ইট বি‌ছি‌য়ে সেখা‌নেই ভে‌ঙে খোয়া তৈ‌রি করা হ‌চ্ছে। এছাড়া বেশ কিছুস্থা‌নে ইট ও খোয়ার স্তুপ রাখা হ‌য়ে‌ছে। যার কারণে জরুরী অবস্থায় এ্যাম্বুলেন্সসহ বি‌ভিন্ন যানবহন চালাচলে দু‌র্ভোগ পোহা‌তে হ‌চ্ছে।

এ‌দি‌কে, রাস্তার দুই পা‌শে ঠিকমত মা‌টি দেয়া হয়‌নি। রাস্তা‌টির পা‌শের হে‌জিং এ নিম্নমা‌নের ইট দেয়া হ‌চ্ছে। এছাড়া ড‌ব্লিউ‌বিএম’র জন‌্য অ‌তি নিম্নমা‌নের ইটের খোয়া ব‌্যবহার করা হচ্ছে।একপর্যা‌য়ে স্থানীয়‌দের বাঁধার মু‌খে কয়রা উপ‌জেলা প্রকৌশলীর নি‌র্দেশনায় নিম্মমা‌নের ইট অপসারণ করা হ‌লেও পরবর্তীতে সেই একই ইট ব‌্যবহার করা হ‌চ্ছে। নিম্নমা‌নের হওয়ায় সামান‌্য চা‌পে খোয়া গুড়া হ‌য়ে যা‌চ্ছে।

স্থানীয় বা‌সিন্দা আভাস পাড়, আজাদ সানা, মোস্তা‌ফিজুর রহমানসহ ক‌য়েকজন ক্ষোভ প্রকাশ ক‌রে ব‌লেন, পূর্বের ভালো রাস্তা খুঁ‌ড়ে ফে‌লে রাখায় চলাচ‌লে কষ্ট হ‌চ্ছে। এছাড়া যেভা‌বে নিম্মমা‌নের ইট ও খোয়া ব‌্যবহার করা হ‌চ্ছে, তাতে টেকসই হ‌বে ব‌লে ম‌নে হয় না। এভা‌বে অর্থ অপচয় ক‌রার দরকার ছিল না। শুধু ইয়া‌সে ভে‌ঙে যাওয়া দু‌টি স্থান ঠিক করার পাশাপা‌শি রাস্তার পা‌শে ভা‌লোভা‌বে মা‌টি দি‌য়ে রাখলে নূন‌্যতম আরও পাঁচ বছর ভা‌লোভা‌বে চল‌তে পারতাম। অ‌নেক ভা‌লোমানের সামগ্রী দি‌য়ে আ‌গের রাস্তা তৈ‌রি করা ছিল।

স্থানীয় বা‌সিন্দা খুলনা জেলা ছাত্রলী‌গের সহ-সভা‌প‌তি মোঃ ইমরান হো‌সেন জাকি ব‌লেন, ঠিকাদারের অবহেলার কারণে রাস্তাটি এভাবে পড়ে আছে। অতি নিম্মমানের ইট দিয়ে কাজ করা হ‌চ্ছে। এব্যাপারে স্থানীয় মানুষ হিসাবে তাদের কাছে জানতে চাইলে তারা চাঁদাবাজি মামলার ভয় দেখায়। কেউ অসুস্থ হলে, একটা এ্যাম্বুলেন্সও আস‌তে চায় না। ‌তি‌নি আরও ব‌লেন, ইঞ্জি‌নিয়ার সা‌হেব‌কে বারবার অবগত করার প‌রেও এই ঠিকাদারের বিরু‌দ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেন নি।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রওশনারা এন্টারপ্রাইজের সত্বা‌ধিকা‌রি মোঃ জহিরুল ইসলাম বলেন, আমার লাইসেন্সে হ‌লেও কাজ‌টি আ‌মি কর‌ছি না। রুবেল নামে একটি ছেলে কাজ‌টি করছেন, বাড়ি খুলনায়। কাজটা নিয়ে আমি খুব বিপদে আছি। আমার লাইসেন্সও বাতিল হতে পারে।

কাজের তদার‌কি করা রু‌বেল ব‌লেন, ভাটায় ভা‌লো ই‌টের টাকা দি‌চ্ছি, ত‌বে তারা কিছু ভেজাল মিক্সড ক‌রে পাঠি‌য়ে‌ছিল। এজন‌্য ভাটা প‌রিবর্তন ক‌রে‌ছি। আর দ্রুত কাজ সম্পন্ন হ‌বে ব‌লে তি‌নি আশ্বাস্ত ক‌রেন।

এবিষয়ে কয়রা উপজেলা প্রকৌশলী মোঃ দারুল হুদা বলেন, অ‌ভি‌যোগ পাওয়ার প‌রে ঠিকাদারী প্রতিষ্ঠান‌কে ইট ফেরত নেওয়ার নি‌র্দেশনা দেয়া হয়। ত‌বে সব ইট খারাপ না থাকায় বাছাই ক‌রে বেশ কিছু ইট ফেরত নি‌য়ে যায়। ওনাদের বলা আছে, রাস্তায় কোন নিম্নমানের সামগ্রী ব‌্যবহার করতে পারবে না।

তি‌নি আরও ব‌লেন, আবেদন সা‌পে‌ক্ষে চল‌তি বছ‌রের জুন পর্যন্ত কা‌জের মেয়াদ বে‌ড়ে‌ছে।

এসকে

শেয়ার