Top

উত্থানে ফিরেছে সূচক

১৯ আগস্ট, ২০২০ ১২:২২ অপরাহ্ণ
উত্থানে ফিরেছে সূচক

আগের দুই দিনের বড় পতন কাটিয়ে বুধবার উত্থানে ফিরেছে মূল্য সূচক। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ৩৩৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২৩ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ৪ হাজার ৮৪৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০৫টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭১৯ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার