Top
সর্বশেষ

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত ২৮

১২ মে, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত ২৮

ইন্দোনেশিয়ার পশ্চিমে আগ্নেগিরি থেকে ঠাণ্ডা লাভা প্রবাহ এবং আকস্মিক বন্যায় শিশুসহ অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও অনেকে। দেশটির উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

স্থানীয় সময় শনিবার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে হঠাৎ বন্যা দেখা দেয়। সঙ্গে মারাপি পাহাড়ে অবস্থিত একটি আগ্নেগিরি থেকে ঠাণ্ডা লাভা উদগিরণ হয়।

প্রদেশের উদ্ধারকারী সংস্থার প্রধান আব্দুল মালিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আকস্মিক বন্যায় তিন ও আট বছরের দুই শিশুসহ ২৮ জন মারা গেছে। চারজন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

দুই মাস আগে এই অঞ্চলে ভয়াবহ বন্যা আঘাত হানার পর আবারও এমন পরিস্থিতির সৃষ্টি হলো। স্থানীয় সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বৃষ্টি মৌসুমে দেশটিতে প্রায়ই বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটে।

গত সপ্তাহে দক্ষিণ সুলাওয়েসিতে বন্যা ও ভূমিধসে ১৫ জনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর। এছাড়া গত মার্চে পশ্চিম সুমাত্রায় ভূমিধস ও বন্যায় ২৬ জনের মৃত্যু হয়।

সূত্র: রয়টার্স

বিএইচ

শেয়ার