Top
সর্বশেষ

কালিগঞ্জ সীমান্ত থেকে ১১টি এয়ারগানসহ গোলাবারুদ উদ্ধার

১২ মে, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ
কালিগঞ্জ সীমান্ত থেকে ১১টি এয়ারগানসহ গোলাবারুদ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্ত থেকে ১১টি এয়ারগান ও ৬ হাজার ৯০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। শনিবার বিকালে ১৭ বিজিবি’র নীলডুমুর ব্যাটালিয়নের সদস্যরা কালীগঞ্জ সীমান্তের বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে এ অস্ত্র গোলাবারুদ জব্দ করে।

রবিবার দুপুর ১২ টায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বসন্তপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. মহসীন হাওলাদারের নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ টহলদল কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শীতলপুর তালবাগান এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন ১১টি এয়ারগান এবং ৬ হাজার ৯০০ রাউন্ড গুলি, ৩টি কাউন্টার রিকয়েল ম্যাকানিজম স্প্রীং, ২২টি ওয়াসার এবং ১৬টি নাট জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র গোলাবারুদ কালিগঞ্জ থানায় জমা করা হয়েছে।

এসকে

শেয়ার