Top
সর্বশেষ

শ্যামনগরে অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি

১২ মে, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ
শ্যামনগরে অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি

সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

রবিবার বেলা দুটার দিকে বাজারের একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই উক্ত ইলেকট্রনিক্সের দোকানসহ আরও দু’টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। অপর ক্ষতিগস্থ ব্যবসা প্রতিষ্ঠান দু’টি যথাক্রমে আনিছুর রহমানের ফার্মেসী ও কানন হোসেনের জুতার দোকান।

সিয়াম ইলেকট্রনিক্সের মালিক আব্দুল কাদেরের ছেলে মামুন হোসেন জানান তারা দোকান বন্ধ করে দুপুরের খাবার খেতে বাড়ি যায়। এসময় মোবাইলে আগুন লাগার খবর পেয়ে বাজারে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তাদের দোকানে রক্ষিত টিভিসহ নানান ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী সম্পূর্ণ পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

মামুন হোসেন আরও জানান, তাদের পাশের ব্যবসায়ী কানন হোসেনের জুতার দোকান পুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আনিছুর রহমানের ফার্মেসী ভস্মীভূত হয়ে আরও প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা শ্যামনগর সদর থেকে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে সকলে ধারনা করছেন ইলেকট্রনিক্সের দোকানের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

এসকে

শেয়ার