Top
সর্বশেষ

আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী তানভীরের সমর্থকদের উপর হামলায় আহত ১০

১৩ মে, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ
আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী তানভীরের সমর্থকদের উপর হামলায় আহত ১০
স্টাফ রিপোর্টার, পাবনা :

পাবনার আটঘরিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম এর সমর্থকদের উপর হামলায় ১০ জন আহত হয়েছে। আহতদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত ৯ টার দিকে উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন, মতিগাছা গ্রামের অফাই মোল্লা, সইমুদ্দিন মোল্লা, আবুল কাসেম, সিহাব ও মনছুর আলী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মতিঝিল বাজার থেকে নির্বাচনী প্রচারণা শেষে রাত ৯ টার দিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলামের সমর্থকেরা বাড়ি ফেরার পথে মতিগাছা নামক স্থানে আগে থেকেই ওত পেতে থাকা প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল সমর্থকেরা তাদের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়া আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

এসকে

শেয়ার